রহমত নিউজ 06 August, 2024 08:11 PM
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করেছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নাহিদ জানান, সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো।
শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ড. ইউনূস এ প্রস্তাব গ্রহণও করেছেন।